
খাদেমুল ইসলাম, তেতুলিয়া থেকে:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় যুব দিবস সোমবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
 
 
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, সমাজ সেবা কর্মকর্তা শাহ মো. আল আমিন, যুব উন্নয়ন অধিদপ্তরের নাফিজুল ইসলাম নাফিস, সাখাওয়াতসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন থেকে সুবিধাভোগীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেয়া ২ ব্যাচের ৬০ জনকে সনদ ও ১৪ জনকে ৫ লাখ ৬০ হাজার টাকা করে ঋণের চেক বিতরণ করা হয়।
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                         
                         
                         
                         
                         
                         
                        
আপনার মতামত লিখুন :