নূরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ থেকে॥
হবিগঞ্জ সদরের ৮ ইউনিয়ন আওয়ামী লীগ প্রার্থীরদের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর, বাছাই ৪ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর।
হবিগঞ্জ সদর উপজেলার নৌকার মাঝি যাদের মনোনীত করা হয়েছে তারা হলেন- লোকড়া ইউনিয়নে লোকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহমদ আলী, রিচি ইউনিয়নে জেলা আওয়ামীলীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম, তেঘরিয়া ইউনিয়নে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ মোতালিব, পইল ইউনিয়নে পইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ সাহেব আলী, গোপায়া ইউনিয়নে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, রাজিউড়া ইউনিয়নে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক সাবেক চেয়ারম্যান বদরুল করিম দুলাল, নিজামপুর ইউনিয়নে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ আঃ আউয়াল তালুকদার, লস্করপুর ইউনিয়নে লস্করপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান হিরু।
হবিগঞ্জ সদর উপজেলার ৮ ইউনিয়নে বেশ কয়েকজন আওয়ামীলীগ বর্তমান চেয়ারম্যান রয়েছেন যারা আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন চাইলেও তাদের মনোনয়ন দেয়া হয়নি। এদের মধ্যে কেউ কেউ রয়েছেন যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সূত্র জানিয়েছে।
মন্তব্য করুন