বরিশাল: ফি মওকুফ করায় ৩ ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের আন্দোলরত শিক্ষার্থীরা।
এর আগে বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সেশন চার্জ ও পরীক্ষার ফিসহ কলেজ থেকে নির্ধারিত ফি মওকুফের দাবিতে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত পরীক্ষার ফি তারা দিতে রাজি আছেন। কিন্তু করোনার জন্য প্রায় দুই বছর ধরে কলেজ বন্ধ রয়েছে। তারপরও কলেজ কর্তৃপক্ষ তাদের ওপর জোর করে সেশন চার্জ, সেমিনার, শিক্ষাসফর, ম্যাগাজিন, যানবাহন ফি’র মতো নানা অযাচিত ফি চাপিয়ে দিয়েছে। যা তাদের পক্ষে দেওয়া সম্ভব না।
পরে কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক বিজন সরকার বলেন, আপাতত ৬শ টাকা মওকুফ করায় এবং করোনাকালে জনদুর্ভোগের কথা বিবেচনা করে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করেছে।
তিনি বলেন, ভবিষ্যতে তারা এরকম ফি ছাড়ের দাবিতে আবারো আন্দোলন করবেন।
মন্তব্য করুন