কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
দেশের চলমান পরিস্থিতিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মঙ্গলবার (১৯ অক্টোবর) ইমামসহ ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ অফিসের ফিল্ড সুপারভাইজার ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, সাংবাদিক শাহীন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আয়াজ আহমেদ, সাইদুর রহমান, মবশ্বির আলী প্রমুখ।
সভায় বক্তারা দেশের চলমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যার যার অবস্থান থেকে কাজ করতে অনুরোধ জানান।
মন্তব্য করুন