পঞ্চগড় থেকে:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বুধবার (২০ অক্টোবর) একদিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তাকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি নির্দেশনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার (২০ অক্টোবর) বন্ধ ঘোষণা করা হয়েছে।
একদিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বন্ধ থাকার পর আগামী বৃহস্পতিবার (২১ অক্টোবর) বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আবারো চালু হবে। এ বিষয়ে বন্দর সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করা হয়েছে।
মন্তব্য করুন