সিলেট প্রতিনিধিঃ একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ার’র ৮ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, কবি দিলওয়ার আজীবন গণমানুষের জয়গান গেয়ে গেছেন। তিনি তাঁর লেখার মাধ্যমে মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন সংকট মুহুর্তে অসামান্য অবদান রেখে গেছেন। বক্তারা কিনব্রিজের দক্ষিণ মোড়কে ‘কবি দিলওয়ার চত্বর’ ও এখানে কবির লেখা ‘ক্বীন ব্রিজে সূর্যদয়’ কবিতা খচিত কবি দিলওয়ারের আবক্ষ ভাষ্কর্য স্থাপনের দাবী জানান।
রোববার ১০ অক্টোবর সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে মাসিক বাসিয়া কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও নিবেদিত লেখা পাঠের আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী।
সংগঠনের সাধারণ সম্পাদক, সাহিত্য পত্রিকা মাসিক প্রতিভাত’র সম্পাদক এম আলী হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, পাটলি উইমেন্স কলেজের অধ্যক্ষ মোস্তফা মিয়া, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যাপক কবি জান্নাত আরা খান পান্না, সিলেট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যাপক কবি এইচ আই হামিদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইমাদ উদ্দিন নাসিরী, গীতিকবি হরিপদ চন্দ, কবি কামাল আহমদ, মাসিক চন্দ্রবিন্দু সম্পাদক- সাংবাদিক কবি মোহাম্মদ নুরুল ইসলাম, কবি শামীমা আক্তার ঝিনু, কবি রওশন আরা বাঁশি, কবি লিপি খান প্রমুখ।
মন্তব্য করুন