দ্য সিলেট পোস্ট ডট কম এর “বর্ষপূর্তি অনুষ্ঠান


Nazrul Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২২, ৭:১২ পূর্বাহ্ন /
দ্য সিলেট পোস্ট ডট কম এর “বর্ষপূর্তি অনুষ্ঠান

দ্য সিলেট পোস্ট ডেস্ক রিপোর্ট :

“সত্যের সন্ধানে সর্বক্ষণ দ্য সিলেট পোস্ট” অনলাইন নিউজ পোর্টাল http://thesylhetpost.com/ যুক্তরাজ্য থেকে প্রকাশিত বাংলাভাষী অনলাইন পত্রিকা। সত্যের সন্ধানে সর্বক্ষণ” স্লোগান নিয়ে অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় নিউজ পোর্টালটি যাত্রা শুরু করেছিল গত বছর। এক ঝাঁক পেশাদার নিবেদিত সংবাদকর্মী নিয়ে পত্রিকা বছর পূর্তি করেছে। আনন্দঘন এই শুভক্ষনে “দ্য সিলেট পোস্ট, পরিবারের পক্ষ থেকে আমাদের পাঠক বিজ্ঞাপনদাতা ,শুভানুধ্যায়ী ,পেশাদার সংবাদ প্রতিনিধি , নিউজ পোর্টালের সাথে সংশ্লিষ্ট সকলকে স্বাগত জানাচ্ছি।

বর্ষপূর্তির এই আনন্দঘন মুহূর্তে দ্য সিলেট পোস্ট” অনলাইন নিউজ পোর্টাল যুক্তরাজ্যে আয়োজন করতে যাচ্ছে “সত্যের সন্ধানে সর্বক্ষণ” বর্ষপূর্তি অনুষ্ঠান।

অনাড়ম্বর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লন্ডন ক্যামডেন কাউন্সিলের মেয়র কাউন্সিলর জনাব নাসিম আলী  OBE

এছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন বারার সম্মানিত কাউন্সিলর, সাংবাদিক,পত্রিকা সম্পাদক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

Venue: Chotpoti Lounge, 256 Bethnal Green Rd, London E2 0AA Thursday 6th of September 2022 @7:30 pm

আমরা আপনাদের উপস্থিতি আশা করছি।