কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন বিশ্বম্ভরপুরের তফাজ্জুল হোসেন এফসিএ


Nazrul Islam প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৫, ৮:৫০ পূর্বাহ্ন /
কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন বিশ্বম্ভরপুরের তফাজ্জুল হোসেন এফসিএ

 

নজরুল ইসলাম

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হয়েছেন বিশ্বম্ভরপুর উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ তফাজ্জুল হোসেন। তিনি সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি আমিন হোসেন কোম্পানির ব্যবস্থাপনা অংশীদার ও মহাখালী ভেরটেক্স প্রমিনেন্টের চার্টার্ড একাউন্ট্যান্টস।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ—২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শারমিন আক্তার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্যাংকের ৬৭ তম পর্ষদ সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে মনোনীত হন সৈয়দ রফিকুল হক, মোহাম্মদ তফাজ্জুল হোসেন ও মো. মোর্শেদ হাসান খান। তাদের নিয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে মোহাম্মদ তফাজ্জুল হোসেন এফসিএ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে সুনামগঞ্জ কর আইনজীবী সমিতি।

একই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৮ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত ব্যাংকের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা এবং ২৬ আগস্ট ২০২৫ তারিখের ৬৮তম পর্ষদ সভায় পরিচালক হিসেবে মনোনীতদেরও অনুমোদন প্রদান করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন আকরাম হোসেন বিপিএম (সেবা) অতিরিক্ত আইজি (ফিন্যান্স), আবু নাছের মোহাম্মদ খালেন বিপিএম অতিরিক্ত আইজি (এইচআরএম), মো. ছিবগাত উল্লাহ বিপিএম (সেবা) পিপিএম অতিরিক্ত আইজি (সিআইডি), সরদার নুরুল আমিন বিপিএম (সেবা) অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট), মো. কামরুল আহসান ডিআইজি এবং এ. কে. এম. আওলাদ হোসেন অতিরিক্ত আইজি (অ্যাডমিন)।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগগুলো কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদে প্রথম মেয়াদে কার্যকর হবে।

এদিকে মোহাম্মদ তফাজ্জুল হোসেন এফসি এর এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন তার ইউনিভার্সিটির বন্ধুরা। এক বিবৃত্তিতে যুক্তরাজ্যের বিশ্ব বিখ্যাত রয়েল মার্সডেন ক্যান্সার স্পেশালিস্ট হসপিটালে কর্মরত বন্ধু নজরুল ইসলাম বলেন, বাবুল আমাদের জিনিয়াস ফ্রেন্ড, এ যাবৎ তার সকল সাফল্য প্রশংসনীয়! ঢাকা মুগদা আইডিয়াল কলেজের প্রিন্সিপাল আহমেদ নেছার আলী বলেন, তফাজ্জুল হোসেন এফসি জন্য শুভকামনা রইল। তার সাফল্যে আমরা অংশীদার I শিক্ষক হেলাল আহমেদ বলেন,আমরা একই সাথে লেখাপড়া করেছি, বাবুল ভালো একটা কিছু করবে সেটা আমার বিশ্বাস ছিল।