সিলেট প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিলেট মহানগরের বিভিন্ন পূজামণ্ডপকে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ৭ অক্টোবর বিকেলে নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরের পূজামণ্ডপসমূহের প্রতিনিধিদের হাতে এ অনুদান তুলে দেন। সিলেট মহানগরের ৫০টি পূজামণ্ডপকে ২৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, সিসিকের হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ, কোষাধ্যক্ষ মো. আব্দুল হামিদ, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সহ-সাধারণ সম্পাদক চন্দন দাশ, সহ-সাধারণ সম্পাদক মনজ দত্ত মুন্না, আইন বিষয়ক সম্পাদক বিজয় কুমার দেব অ্যাডভোকেট, সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।
মন্তব্য করুন