সিলেট প্রতিনিধিঃ বিদ্যুত সমস্যা নিরসনে পুরো সিলেট নগরী তারবিহীন করতে ৫শ’ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আগামী বছরের শুরু দিকে প্রকল্পের কাজ শুরু হবে। তবে এই প্রকল্পের কাজ সিটি কর্পোরেশনের আগের সীমনায় অর্থাৎ ২৬.৫ কিলোমিটার জায়াগায় শুরু হচ্ছে বলে জানায় বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিউবি) ও সিলেট সিটি কর্পোরেশন প্রকৌশল বিভাগ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে তারবিহীন হয়ে উঠবে নগরী। ঝড়বৃষ্টিতে বিদ্যুতবিভ্রাট থেকে রেহাই পাওয়ার পাশাপাশি সড়কের ওপর ঝুলে থাকবে না বিদ্যুতসহ বিভিন্ন পরিষেবার তারের জঞ্জাল। ফলে সৌন্দর্য বৃদ্ধি পাবে নগরীর। সিলেটের শাহজালাল (র.) দরগাহ এলাকার এক কিলোমিটার সড়কে এ প্রকল্পের কাজ শেষ হলে তারবিহীন সেই সড়কের ছবি দেশে-বিদেশে বেশ প্রশংসিতও হয়।
মন্তব্য করুন