পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় সিলেট পেলো ২টি এ্যাম্বুলেন্স


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২১, ১২:১২ পূর্বাহ্ন /
পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় সিলেট পেলো ২টি এ্যাম্বুলেন্স

.
সিলেট প্রতিনিধিঃ ভারত থেকে বাংলাদেশে ১০৯টি এ্যাম্বুলেন্স উপহার প্রদান করা হয়। ওই উপহারের তালিকায় সিলেট জেলার জন্য কোন এ্যাম্বুলেন্স বরাদ্দ ছিল না। শুধুমাত্র মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে বরাদ্দ ছিল। এ খবর শুনে পররাষ্ট্রমন্ত্রী হতভম্ভ হয়ে যান। পরে স্বাস্থ্যমন্ত্রণালয়ের সাথে কথা বলে সিলেটের জন্য ২টি এ্যাম্বুলেন্স বরাদ্দ করান। যেগুলো আজ মঙ্গলবার ৫ অক্টোবর উদ্বোধন করা হয়।

সকাল সাড়ে ১১টায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারতের প্রদানকৃত এ্যাম্বুলেন্স উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত থেকে এ্যাম্বুলেন্স আসার পর আমি স্বাস্থ্য সচিবের সাথে কথা বলি। তিনি বলেন, সিলেটের জন্য কোন এ্যাম্বুলেন্স বরাদ্দ নেই। শুধুমাত্র মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জে বরাদ্দ আছে। এটা শুনে আমি হতাশ হয়ে যাই। সাথে সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলি। পরে তারা আমার কথা রাখতে গিয়ে দুইটি এ্যাম্বুলেন্স সিলেটকে প্রদান করেন।