ক্যান্সার চিকিতসায় শতভাগ সফল একটি ড্রাগ আবিষ্কৃত হয়েছে এরকম কিছু পোস্ট এবং নিউজ দেখা যাচ্ছে।ঘটনা সত্য, কিন্তু পুরো সত্য না। আমেরিকায় ৬ মাস ধরে মাত্র ১৪ জন রেক্টাল ক্যান্সার পেশেন্টকে Dostarlimab নামক ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করা হয়। ৬ মাস শেষে এদের ১৪ জনের সবার শরীর থেকে ক্যান্সার দূর হয়ে যায়। এটা পৃথিবীতে প্রথম ঘটনা যেখানে ক্যান্সারের ড্রাগ ট্রায়ালে ১০০ ভাগ রোগী ভালো হয়ে গেছে।
কিন্তু এটা সব ক্যান্সারের চিকিতসা না। ট্রায়াল দেয়া হয়েছে শুধুমাত্র রেক্টাল ক্যান্সারের রোগীদের । সেটাও সব রেক্টাল ক্যান্সার না, শুধুমাত্র যাদের ”mismatch repair deficiency” আছে তাদের। মাত্র ৫-১০% রেক্টাল ক্যান্সার রোগীদের এই সমস্যা থাকে।
সব ক্যান্সারের চিকিৎসা না হলেও এই ড্রাগ অন্যান্য ক্যান্সারেও ব্যবহারের জন্য এক্সপেরিমেন্ট করা হবে। বিশেষ করে অন্য ক্যান্সার রোগী যাদের ‘mismatch repair deficiency’ আছে তাদের ক্ষেত্রে এটা সফল হওয়ার সম্ভাবনাই বেশি।
মেডিকেল সায়েন্সের জন্য অনেক গুরুত্বপূর্ণ অর্জন এটি। যদিও এখনো অনেক পথ বাকি। কিন্তু এটা কোনভাবেই ‘সব ধরনের ক্যান্সারের’ ওষুধ না। সেরকম কোন মিরাকলের দেখা আমরা এখনো পাইনি !
ডাঃ কামরুল ইসলাম শিপু
সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অব মাইক্রোবায়োলজি ,দ্য নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট
আপনার মতামত লিখুন :