সুনামগঞ্জ প্রতিনিধি: জামালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গা পুজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় জামালগঞ্জ থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানার ওসি মোহম্মদ সাইফুল আলম।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি ও ফেনার বাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ জামালগঞ্জ শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার।
বিষয় ভিত্তিক গঠন মূলক আরও বক্তব্য রাখেন, ডিএসবির সাব ইন্সপেক্টর মো. ইয়াসীন মুন্সী, পুজা উদযাপন পরিষদ জামালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সমরেন্দ্র আচার্য সম্ভু, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ জামালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, পুজা উদযাপন পরিষদ জামালগঞ্জ শাখার যুগ্ন সাধারণ সম্পাদক সচিব অজিত কুমার রায়, পুজা উদযাপন পরিষদ ফেনার বাঁক ইউনিয়ন শাখার সভাপতি সিন্ধু ভুষণ তালুকদার, বেহেলী ইউনিয়ন শাখার সভাপতি সুবোধ রঞ্জন দাস, ভীমখালী ইউনিয়ন শাখার সভাপতি বিশ্বজিত রায় গৌতম, রামপুর পুজা উদযাপন কমিটির সভাপতি মনোব্রত চক্রবর্তী, সাচনা চৌধুরী বাড়ির পুজা কমিটির সভাপতি সৈকত ঘোষ চৌধুরী, বেহেলী পুজা কমিটির সভাপতি জ্যোতিলাল দাস প্রমূখ।
বক্ত্যরা বলেন, সনাতন ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গা পুজা উদযাপনে জামালগঞ্জে অতীতের মতো সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে আনন্দ উৎসব হবে। এতে সকল শ্রেণী পেশার মানুষকে সনাতন ধর্মাবলম্বীদের পুজা উদযাপনে সহযোগীতার আহবান জানানো হয়।
মন্তব্য করুন