ডেস্ক রিপোর্টঃ শেষ মুহূর্তে এসে বেশ জমে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচন। এবার একাধিক বিভাগে হবে ভোটাভুটি। এখন পর্যন্ত যে খবর, তাতে নির্বাচিত হয়েই ফের মসনদে বসতে হবে বর্তমান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকেও। মূলত নির্বাচনের জন্য কোন প্যানেল না থাকায় সুযোগ পেয়ে নতুন বেশ কয়েকজন পরিচালক পদের জন্য মনোনয়ন নিয়েছেন। এটিকে বেশ ইতিবাচক ভাবেই দেখছে বিসিবি।
আজ (সোমবার) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এদিন বেশ উৎসবমুখর পরিবেশ বিসিবি কার্যালয়ে। এর এক ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
যেখানে জালাল ইউনুস বলছিলেন, ‘এবার লেভেল প্লেয়িং ফিল্ড। যে কেউ নির্বাচন করতে পারে কারণ কোনো প্যানেল নেই। মাননীয় সভাপতিও তো বলেছেন উনারও কোনো প্যানেল নেই। যেকোনো কাউন্সিলর নির্বাচন করতে পারবেন। অনেকে স্বাধীনভাবে এসেছেন, প্যানেল না থাকলেও নিজেদের যোগ্যতায় নির্বাচন করতে চাচ্ছেন। নির্বাচন হবে এটা ভালো তো। আনন্দের বিষয়।’
সঙ্গে আরও বললেন জালাল ইউনুস, ‘অনেকেই সংগঠন থেকে এসেছেন। তারা মনে করছেন বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখতে পারবেন, সেজন্য আসতে চাচ্ছেন। আমরা তো স্বাগতম জানাব। তারা ক্রিকেটে অবদান রাখলে এটা অবশ্যই প্রশংসনীয়।’
জালাল ইউনুস এবার কাউন্সিলর হয়েছেন ক্রীড়া পরিষদ থেকে। গুঞ্জন আছে, ক্রীড়া পরিষদের যে দুটি কোটা আছে বোর্ডের পরিচালক পদের, তার একজন হবেন জালাল ইউনুস। তবে তিনি অবশ্য এখনই নিশ্চিত করেননি বিষয়টি।
জালাল ইউনুসের ব্যাখ্যা, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ৫ জন প্রতিদ্বন্দ্বী আছি। কোন ২ জন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তো সেরকম কোনো সিদ্ধান্ত আসেনি। আমরা প্রার্থী, সন্দেহ নেই। চূড়ান্ত হওয়ার পর জানতে পারব। এখন নিশ্চিত করে বলতে পারছি না আমি আসব।’
সূত্রঃ ঢাকাপোস্ট
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                         
                         
                         
                         
                         
                         
                        
আপনার মতামত লিখুন :