মাহাদি হাসান, স্টাফ রিপোর্টারঃ
সিলেটের নতুন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন রোববার (৭ নভেম্বর) দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার সকালে ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান ও বরণ করে নেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা।
গত ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে বদলি করে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
অপরদিকে, মো. খলিলুর রহমানের স্থলাভিষিক্ত করে সিলেটের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেনকে।
এদিকে, প্রথম কার্যদিবসে সিলেটের নবাগত বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনকে তাঁর দপ্তরে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার নূরুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা ও এএসপি বায়েজিদ বিন মনসুর প্রমুখ।
মন্তব্য করুন