হবিগঞ্জের চার আসনে ২৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ , শুরু প্রচারণা
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৬, ১১:৫০ অপরাহ্ন /
০
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। মনোনয়ন যাচাই-বাছাই ও প্রত্যাহার পর্ব শেষে চূড়ান্ত তালিকাভুক্ত মোট ২৪ জন বৈধ প্রার্থীর মধ্যে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
বুধবার (২১ জানুয়ানি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন প্রার্থীদের হাতে নিজ নিজ নির্বাচনী প্রতীক তুলে দেন। এ সময় প্রার্থী, তাঁদের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা তাদের দলীয় প্রতীক পেয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আলাদা আলাদা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রতীক বরাদ্দ পাওয়া উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া এবং স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী শেখ সুজাত মিয়া।
হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ডা. আবু মনসুর সাখায়াত হোসেন।
হবিগঞ্জ-৩ (সদর–শায়েস্তাগঞ্জ–লাখাই) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসিন মিয়া।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে ইসলামী ফ্রন্ট ও সুন্নী জোটের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীসহ বাসদ, জাসদ, খেলাফত মজলিস ও অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা প্রতীক পেয়েছেন।
প্রার্থীরা নিজ নিজ পছন্দের প্রতীক পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এখন তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নামতে পারছেন। পোস্টার, লিফলেট বিতরণ, গণসংযোগ ও সভা-সমাবেশের মাধ্যমে ভোটারদের কাছে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।
জেলা নির্বাচন অফিস জানিয়েছে, প্রচারণাকালে নির্বাচন কমিশনের আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে হবিগঞ্জে নির্বাচনী উত্তাপ আরও বেড়েছে। ভোটারদের মাঝেও প্রার্থীদের প্রতীক ও অবস্থান নিয়ে আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
আপনার মতামত লিখুন :