স্টাফ রিপোর্টার।
হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশা ও ব্যাটারী চালিত টমটমের সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে ৩ জন নিহতসহ ৩০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার আগুয়া বাজারের পাশে। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (৯মে) দুপুর দেড়টায় সিএনজি অটোরিকশার আগে পরের সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে আগুয়া গ্রামের কাদির মিয়া ও বদির মিয়ার কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ফিকল, টেটা, রামদা ও বল্লম নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে একটি পক্ষের নেতৃত্ব দেন সোহেল মেম্বার ও আরেকটি পক্ষে নেতৃত্ব দেন বদি মিয়া আব্দুল খালিক।
প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে ঐ গ্রামের শুকুর মিয়ার পুত্র কাদির মিয়া (২৫), একই গ্রামের বজলু মিয়ার পুত্র সিরাজ মিয়া (৫০) ও মৃত আলী রেজা মিয়ার পুত্র নিলু মিয়া (৪০) ঘটনা স্থলেই নিহত হন। এছাড়া আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন। বানিয়াচং থানা পুলিশ খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামালে ও এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং সংঘর্ষে নিহতদের ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :