মাইক ব্যবহারে সতর্কতা


Nazrul Islam প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৪, ১:১৭ অপরাহ্ন /
মাইক ব্যবহারে সতর্কতা

দ্য সিলেট পোস্ট ডেস্ক রিপোর্ট

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীন কেন্দ্রগুলোতে মাইক ব্যবহারে সচেতনতা এখন সময়ের দাবি। আমাদের বিভিন্ন কেন্দ্রগুলোতে মাইকের অপব্যবহার হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

শামসুল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব (র.) এর অসংখ্য খিদমাত আল্লাহর দরবারে মকবুলিয়ত পেয়েছে। তন্মধ্যে সবচেয়ে বেশি মকবুল ও সবার কাছে গ্রহনযোগ্য খিদমাত হচ্ছে দারুল কিরাত বা বিশুদ্ধ কুরআন শিক্ষার ব্যবস্থা। কিছু ক্ষেত্রে মতপার্থক্য থাকলেও সকলেই হযরত আল্লামা ফুলতলী ছাহেব (র.) এর কুরআনে পাকের এই খিদমাত তথা দারুল কিরাতের কথা অকপটে স্বীকার করেন।

কিন্তু কেবলমাত্র মাইকের অপব্যবহার এর কারণে অনেক জায়গায় দারুল কিরাতের মতো মকবুল ও সর্বজন গ্রহনযোগ্য খিদমাত এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে। এমনকি অনেকে অযাচিত মন্তব্য ও সমালোচনার সুযোগ পাচ্ছে।

এক্ষেত্রে সকালের আম মশকে বাহিরের মাইক ব্যবহার না করে সাউন্ডবক্স ব্যবহার করা উচিৎ। মাইক ব্যবহারে সতর্কতার বিষয়টি হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী দারুল কিরাতের বিভিন্ন প্রশিক্ষণের সময় তাগিদ দিয়ে থাকেন। এমনকি দারুল কিরাতের মুল শাখা প্রধান কেন্দ্র ফুলতলী ছাহেব বাড়িতে সকালের আম মশকে সাউন্ড বক্স ব্যবহার করা হয়। তাই কেন্দ্রগুলোতে এটা অনুসরণ করা সময়ের দাবী। রুটিন ও জরুরি ঘোষণা ছাড়া দুপুর পর্যন্ত মাইক ব্যবহার না করাই উত্তম।

বাচ্চাদের দিয়ে তিলাওয়াত করানো সীমিত করা এবং অপ্রাসঙ্গিক গজল গাওয়ানো বন্ধ করা উচিৎ। প্রয়োজনে এক্ষেত্রে সাউন্ডবক্স ব্যবহার করা যেতে পারে।

তাই বলে একেবারে মাইক ব্যবহার নিষিদ্ধ এমন কিছু আমরা বলছি না । প্রয়োজনে ব্যবহার করতে পারেন । বিশেষত দুপুর/বিকালের আম মশকে বাহিরের মাইক ব্যবহার করতে পারেন। এসময় মানুষ তিলাওয়াত শুনলে খুশি হয় এবং রামাদানুল মোবারকের একটা আমেজ পাওয়া যায়।

তাই মাইকের অপব্যবহার বন্ধ করতে সকলের সহযোগিতা কামনা করছি।

মাহমুদ হাসান চৌধুরী রায়হান ফুলতলী