ডেস্ক রিপোর্ট।।
দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল গত ১৪ অক্টোবর ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন সারাদেশে ১ হাজার ৭০০ ইউনিয়ন পরিষদে ভোট হবে ২৮ নভেম্বর। এর মধ্যে সিলেট বিভাগের ৭৭টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচন উপলক্ষ্যে সিলেটের ওই ৭৭টি ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
সেই প্রার্থীরা হচ্ছেন- সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার সিলামে শাহ ওলিদুর রহমান, লালাবাজারে মো. তোয়াজ্জিদুল হক তুহিন, জালালপুরে ওয়েস আহমদ, মোগলাবাজারে মো. সদরুল ইসলাম ও দাউদপুর ইউনিয়নে আতিকুল হক। জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুরে আব্দুর রাজ্জাক, চারিকাটায় সিরাজুল ইসলাম, দরবস্তে মো. কুতুব উদ্দিন, ফতেপুরে মো. রফিক আহমদ ও চিকনাগুলে মো. কামরুজ্জামান চৌধুরী। গোয়াইনঘাট উপজেলার ডুবারিতে সুবাস দাস, তোয়াকুলে মো. লুকমান, নন্দিরগাঁওয়ে এস. কামরুল হাসান আমিরুল, ফতেপুরে মো. নাজিম উদ্দিন, লেংগুড়ায় মো. মুজিবুর রহমান ও রুস্তমপুরে মো. হেলাল উদ্দিন, ইউনিয়ন।
সেগুলো হচ্ছে- সুনামগঞ্জ জেলার সদর উপজেলার রঙ্গারচরে আব্দুল মজিদ, সুরমায় মো. আব্দুস সাত্তার, জাহাঙ্গীরনগরে মো. মোকসুদ আলী, মুল্লাপাড়ায় মো. মনির উদ্দিন, কাঠইরে মো. বুরহান উদ্দিন, মোহনপুরে সিতেশ রঞ্চন দাস তালুকদার, গৌরাংয়ে সালমা আক্তার চৌধুরী, লক্ষণশ্রীতে মো. মিজানুর রহমান ও কুরবাননগর ইউনিয়নে মো. শামসুদ্দিন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলসে মো. মাছুম মিয়া, শিমুলবাগে মিজানুর রহমান জিতু, পাথারিয়ায় সামসুল ইসলাম রাজা, দরগাহপাশায় মো. মনির উদ্দিন, পূর্বপাগলায় মো. রাসিকুল ইসলাম, পশ্চিম পাগলায় মো. জগলুল হায়দার, পূর্ব বীরগাঁওয়ে রিয়াজুল ইসলাম এবং পশ্চিম বীরগাঁও ইউনিয়নে দেবাংশু শেখর দাস।
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণিতে মো. জুবায়ের হোসেন, দাশেরবাজারে মো. জিয়াউর রহমান, নিজবাহাদুরপুরে মো. ময়নুল হক, উত্তর শাহবাজপুরে রফিক উদ্দিন আহমদ, দক্ষিণ শাহবাজপুরে নাহিদ আহমদ, বড়লেখায় সালেহ আহমদ, তালিমপুরে বিদ্যুৎ কান্ত দাস, দক্ষিণভাগ উত্তরে এনাম উদ্দিন, সুজানগরে মো. সাহেদুল মজিদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে সুব্রত কুমার দাস। কুলাউড়া উপজেলার বরমচালে আবুল হোসেন খসরু, ভুগশিমইলে মো. মইনুল ইসলাম, ভাটেরায় জুবায়ের সিদ্দিকী, জয়চন্ডিতে আব্দুর রব মাহাবুব, ব্রাক্ষ্মণবাজারে মো. মমদুদ হোসেন, কাদিপুরে ছালিক আহমদ, কুলাউড়ায় মুছাদ্দিক আহমদ নুমান, রাউতগাঁওয়ে মো. আকবর আলী, টিলাগাঁওয়ে মো. আব্দুল মালিক, হাজিপুরে ওয়াদুদ বক্স, শরিফপুরে মো. চিনু মিয়া, পৃথিমপাশায় মো. আব্দুল মনাফ ও কর্মধা ইউনিয়নে মো. আতিকুর রহমান।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর পশ্চিমে সমর চন্দ্র দাস, বড়ভাকৈর পূর্বে মো. আক্তার মিয়া, ইনাতগঞ্জে মো. আসাবুর রহমান, দিঘলবাঘে মো. আবু সাইদ, আউশকান্দিতে মো. দিলোয়ার হোসেন, কুর্শি ইউপিতে আলী আহমদ, করগাঁওয়ে মজলুর রহমান, নবীগঞ্জ সদরে মো. হাবিবুর রহমান, বাউশায় মো. আবু সিদ্দিক, দেবপাড়ায় মো. আব্দুল মুহিত চৌধুরী, গজনাইপুরে মো. সাবের আহমদ চৌধুরী, কালিয়ারভাঙায় ফরহাদ আহমেদ ও পানিউনদা ইউনিয়নে মো. ইজাজুর রহমান। হবিগঞ্জ সদর উপজেলার লুকরায় আহাম্মদ আলী, রিচিতে আব্দুর রহিম, তেঘরিয়ায় আলহাজ এম এ মুতালিব, পৈলে সাহেব আলী, গোপায়ায় নুরুজ্জামান চৌধুরী, রাজিউড়ায় বদরুল করিম দুলাল, নিজামপুরে মো. আব্দুল আউয়াল তালুকদার ও লস্করপুরে মো. মাহবুবুর রহমান হিরো।
এসব ইউনিয়নের প্রার্থীদের ক্ষেত্রে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর, বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর।
উল্লেখ্য, ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ভোট হবে আগামী ১১ নভেম্বর ভোট হবে।
মন্তব্য করুন