তালা,সাতক্ষীরা প্রতিনিধিঃ
শারদীয় দূর্গা পুজা উপলক্ষে তালার দলুয়া ঠান্ডা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।
উক্ত অনুষ্টানে খলিষখালী ইউঃ নব নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেনের সভাপতিত্বে ও অজিত বৈদ্য কৃষ্ঞ মন্ডল নারান মন্ডল পরিতোষ মন্ডল ওজাহাঙ্গীর হোসেনের সার্কিক তত্বাবধানে উক্ত প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা কলারোয়ার মাননীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা ওসি তদন্ত বাবলুর রহমান খলিষখালী পুলিশক্যাম্পের ইনচার্জ নুর হোসেন এ এস আই কুতুব উদ্দীন সাংবাদিক শাহিন আলম সাংবাদিক হাসানুর সাংবাদিক সানজিদুল ইসলাম ইমন সাংবাদিক জাকির হোসেন মিঠু মেহেদী হাসান রহমান সহ স্হানীয় নেতৃবৃন্দ। অন্য দিকে নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্হান অধিতার করেছে কুলপোতা গ্রাম ( জয় মা কালি) দ্বিতীয় স্হান অধিকার করেছে খাসের আবাদ ( জয় মা দূর্গা) তৃতীয় স্হান অধিকার করেছে পুইজালা ( সোনার তরী) । নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য দলুয়া ঠান্ডা নদীর দুধারে হাজার হাজার নারী পুরুষ প্রতিযোগিতা টি উপভোগ করেন।
মন্তব্য করুন