খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে: পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় মূর্খাগছ বাড়িসংলগ্ন পুকুরের পানিতে ভাসমান অবস্থায় মোছা:মাহফুজা (২) নামের এক কন্যা্ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার উপজেলার ভজনপুর ইউনিয়নের মুর্খাগছ এলাকায় এ ঘটনা ঘটে।মারা যাওয়া শিশু পরিবারের সদস্যদের বরাত দিয়ে ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জানান
এলাকায় বাড়িতে ছিল। প্রতিদিনের মতো শনিবার সকালে মায়ের মাহমুদার সঙ্গে বাড়িতেই খেলছিল। সকালে আগে থেকে পরিবারের লোকজন শিশু বাড়িতে খুঁজে পাচ্ছিল না।
ইউপি সদস্য বলেন, অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা বাড়িসংলগ্ন পুকুরের পানিতে তাদের ভাসতে দেখেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় শিশু মৃত অবস্থায় উদ্ধার করেন স্বজনেরা। পরিবারের লোকজনের ধারণা, শিশু দুটি খেলতে খেলতে কোনো এক সময় পুকুরের পানিতে পড়ে তলিয়ে মারা গেছে।
তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইয়িদ মিঞা বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লাশ প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন