সৈয়দ উবায়দুর রহমান, সিলেট থেকেঃ
মহান শিক্ষা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদ। ১৭ই সেপ্টেম্বর বিকেল ৪টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক নাবিল এইচের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট মহানগরের সভাপতি হাছান বক্ত চৌধুরী কাওছার, জেলা সংসদের সাংস্কৃতিক সম্পাদক প্রদ্যুৎ দাস, মহানগরের সংসদের দপ্তর সম্পাদক সন্দীপ দাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন- ‘মহান শিক্ষা দিবসের অঙ্গিকার দেশের কোনো শাসক দলই বাস্তবায়ন করেনি। এর মাধ্যমে আমাদের শাসকদল শিক্ষা দিবসের চেতনা ও শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। শিক্ষাকে করা হয়েছে বাণিজ্যিকীকরণ ও সাম্প্রদায়িক। ফলে প্রাথমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষায় ঝরে পড়ছে অসংখ্য শিক্ষার্থী। সেই সঙ্গে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নেই মুক্তবুদ্ধির চর্চাও।
নেতৃবৃন্দ আক্ষেপ করে বলেন, ‘৬২’র শিক্ষা আন্দোলনে শহীদদের রক্তে মূলত সবার জন্য বিনামূল্যে শিক্ষার দাবি উচ্চারিত হয়েছিল। অথচ আজ স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত কিন্তু সার্বজনীন শিক্ষার অধিকার বাস্তবায়ন হয়নি, বরং টাকার বিনিময়ে শিক্ষা বিক্রি হচ্ছে।
প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও এখনো বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে না কিন্তু বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী টিকার আওতায় ইতোমধ্যেই এসেছেন। তাই সরকারের কাছে অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান তাঁরা। এছাড়াও করোনাকালে শিক্ষার্থীদের সকল প্রকার বেতন-ফি মওকুফ করে ঝরে পরা শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর দাবিও জানান।
উল্লেখ্যযে, ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি শাসন- শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন গোলাম মোস্তফা, ওয়াজিউল্লা, বাবলু, সুন্দর আলীসহ নাম না-জানা অনেকেই। তাদের স্মরণে প্রতিবছর এই দিনকে শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়।
মন্তব্য করুন