হবিগঞ্জে ভুয়া ডাক্তারকে কারাদণ্ড
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : জুলাই ১, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন /
০
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে ফিজিওথেরাপিস্ট আব্দুর রহমানকে ভুয়া চিকিৎসক হিসেবে আখ্যা দিয়ে এক মাস কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতালে পরিচালিত এক অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস এই রায় দেন।
হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার শরীফ মো. সানজিদ জানান, আব্দুর রহমান নামের ওই ব্যক্তি ফিজিওথেরাপিস্ট হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় ধরে নিজেকে ‘প্রফেসর ডা. আব্দুর রহমান’ পরিচয়ে রোগীদের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) লিখে দিচ্ছিলেন এবং চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই দণ্ড দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :