নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলে ৫ পদে ১৬ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ৩০, ২০২৫, ১১:২২ অপরাহ্ন /
নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলে ৫ পদে ১৬ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি 
হবিগঞ্জের  নবীগঞ্জ উপজেলা বিএনপির নির্ধারিত কাউন্সিলের তফশীল অনুযায়ী রবিবার বিকাল ৫টায় দলের অস্থায়ী কার্যালয় থেকে ৫ পদে ২৪ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও ১৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ নিয়ে বিএনপির ত্যাগী ও তৃণমুল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী ৯ জুলাই ঐতিহ্যবাহী বাংলাবাজারস্থ সোনার বাংলা মডেল হাই স্কুল সংলগ্ন মাঠে নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। যে পাঁচটি পদে নির্বাচন হবে সে গুলো হলো সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। বিএনপির দুটি বলয়ের ৫টি পদে নির্বাচনের জন্য ১৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মুদ্দত আলীর দেয়া তথ্য মতে ফরম ক্রয়ের ক্রমানুসারে, সভাপতি পদে সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য শেখ সুজাত মিয়া ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পেয়ারা, সিনিয়র সহ-সভাপতি পদে ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বয়েতুল্লাহ মিয়া, বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মোঃ খসরু চৌধুরী। সাধারণ সম্পাদক পদে নবীগঞ্জ উপজেলার সাবেক যুবদল আহ্বায়ক মজিদুর রহমান মজিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুরশেদ আহমদ। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে গজনাইপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শফিউল আলম বজলু, একই ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের কায়েদ, মোঃ এনামুল হক ও সাবেক ছাত্রনেতা অলিউর রহমান অলি সাংগঠনিক সম্পাদক পদে নুরুল গনি চৌধুরী সোহেল, এডভোকেট শাহিদ আলী তালুকদার, সোহেল আহমদ চৌধুরী রিপন, জামাল চৌধুরী ও জাহান আহমদ ।

এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মুদ্দত আলী বলেন, রবিবার নির্ধারিত সময়ে ১৬ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন। আমরা এখন পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আশাবাদী একটি সুন্দর কাউন্সিল উপহার দিবো।