হবিগঞ্জে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে মহাসড়কে বিক্ষোভ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ৩০, ২০২৫, ১১:২১ অপরাহ্ন /
হবিগঞ্জে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে মহাসড়কে বিক্ষোভ

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি মুনিম ফিলিং স্টেশনের সামনে বিরতিহীন বাসের ড্রাইভার কর্তৃক পরিকল্পিতভাবে শামীম আহমদ (৩২) নামে এক যুবককে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে রবিবার(২৯ জুন) বিকেল ৪টায়  মহাসড়কে মরদেহ রেখে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। নিহত শামীম চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের বাসিন্দা। তিনি একটি বিরতিহীন বাসে হেলপার হিসেবে কাজ করতেন।

গত শনিবার  সকালে শামীম দায়িত্ব পালনকালে চলন্ত গাড়িতে ড্রাইভার বলেন, একটি চাকার নাট ঢিলে হয়েছে, সেটি ঠিক করতে হবে। তখন শামীমকে গাড়ির নিচে গিয়ে নাট লাগাতে বলা হয়।

পরিবারের অভিযোগ, শামীম গাড়ির নিচে ঢোকার পর চালক ইচ্ছাকৃতভাবে গাড়িটি চালিয়ে দেন, যাতে চাকার নিচে চাপা পড়ে শামীম ঘটনাস্থলেই প্রাণ হারান। শামীমের ভাই বলেন, এটা দুর্ঘটনা নয়। ওকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যে জায়গায় সে চাপা পড়েছে, সেটা নাট লাগানোর জন্য কোনোভাবে নিরাপদ ছিল না। চালক ইচ্ছা করেই গাড়ি চালিয়ে দিয়েছে। ঘটনার পর স্থানীয় শত শত মানুষ জড়ো হয়ে শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ ঢাকা সিলেট মহাসড়কের সিলেটগামী  অংশে মরদেহ খাটিায় রাখেন এবং ঘাতক চালকের বিচারের দাবিতে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-সিলেট রুটে ১০ কিলোমিটার  তীব্র যানজট সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন, শামীম হত্যার বিচার চাই, ঘাতক ড্রাইভারকে গ্রেপ্তার করতে হবে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৬টায়  হবিগঞ্জ বাসমালিক সমতির সভাপতি ফজলুল হক চৌধুরী এসে তাদের দাবী মেনে নেয়ার আশ্বাস দিলে  বিকেল  ছয়টায় সড়কে যানচলাচল স্বাভাবিক হয় ।  চুনারুঘাট থানার ওসি নুর আলম বলেন, এটি কেবল সড়ক দুর্ঘটনা কিনা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা তদন্ত করে দেখা হচ্ছে। শামীমের মৃত্যু দুর্ঘটনা নাকি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, সেটি তদন্তাধীন। তবে এলাকাবাসী ও পরিবারের দাবি, এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ঘাতক চালকের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। সরজমিন ছবিতে দেখা যায়, নিহতের লাশ খাটিয়ায় রেখে একাধিক ব্যক্তি বক্তব্য দিচ্ছেন, চারপাশে ক্ষুব্ধ জনতার ভিড়। ফরহাদ ইবনে রুমি নামে এক ব্যক্তি দাবি জানান, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিহতের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বক্তারা  বলেন, এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি, অবিলম্বে প্রকৃত খুনিদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করুন। বাসের মালিকপক্ষের দাবী  ২৮ জুন শনিবার রাত সাড়ে ৯টায় নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি মুনিম ফিলিং স্টেশনের সামনে সড়ক দূর্ঘটনায় শামিম মিয়া  রাস্তা পারাপারের সময় পিচন থেকে অজ্ঞাত একটি গাড়ি এসে তাকে চাপা দেয়। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়। তবে  তার মৃত্যুকে পরিকল্পিতভাবে হত্যা দাবী করে  দোষীদের গ্রেপ্তার ও বিরতিহীন বাসমালিক শ্রমিক কর্তৃপক্ষ ক্ষতিপূরণ এবং পরিবারের ভোরণপোষের দাবী করে  রবিবার বিকেল সাড়ে ৪ টায় ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজের সিলেটগামী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী ও স্বজনরা।