শাল্লায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ৩০, ২০২৫, ১১:০৮ অপরাহ্ন /
শাল্লায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা

হাবিবুর রহমান হাবিব, শাল্লা(সুনামগঞ্জ)থেকেঃ

সুনামগঞ্জের শাল্লায় কৃষি সমৃদ্ধি প্রোগ্রাম অন এগ্রিকালচারাল ট্রানফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা ৩০ জুন সোমবার শাল্লা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শাল্লার আয়োজনে উপজেলা কৃষি অফিসার মোঃ শওকত জামিলের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায়, শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে, উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ আনোয়ার হোসেন।

কর্মশালায় রাজনৈতিক ব্যক্তিত্ব, কৃষি উদ্যোগতা, স্থানীয় মিডিয়া কর্মী, সরকারি বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ GAP, ফিল্ড স্কুল প্রোগ্রাম ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষির বিস্তার নিয়ে আলোকপাত করে কৃষির নানাবিধ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।