নজরুল ইসলামll
শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইহা সিলেটবাসীর পিতৃপুরুষের অর্ধ শতাব্দীরও অধিককাল ধরে চলমান সংগ্রামের শ্রম ঘাম মেধা আর বুদ্ধিমত্তার অসহনীয় কষ্টের ফসল। এ বিশ্ববিদ্যালয় আপনার আমার আমাদের। এ বিদ্যাপীঠের সাথে আমাদের স্বার্থসংশ্লিষ্টতা জড়িত। এ বিদ্যাপীঠকে নিয়ে আমরা গর্ববোধ করি, তাই এ বিদ্যাপীঠের স্বার্থসংশ্লিষ্টতা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।
পাঠক, সদ্য আমি বাংলাদেশে ছিলাম। সিলেট থেকে বিমান সরাসরি আমাকে হিথ্রো এয়ারপোর্ট এয়ারপোর্টে নিয়ে এসেছে। নিজ শহর থেকে সরাসরি লন্ডনে ফ্লাইট অনেক গৌরবের। বিমানের সার্ভিস এবং খাবার নিয়ে লিখলে আমার লেখা অনেক লম্বা হবে। আমি সব সময় বিমানের খাবার পছন্দ করি। তাই বিমানে ওঠার পরই আমি ক্ষুধার্ত অনুভব করি। এইবার একটু বেশি ক্ষুধার্ত ছিলাম। এয়ার হোস্টেজরা যখন খাবার-দাবার প্রস্তুত করছিলেন,একজনকে ডেকে বললাম আমি বেশ ক্ষুদার্থ আমার জন্য এক্সট্রা পর্শন রেডি করবেন। বিমানবালা মৃদু হেসে বললেন আপনি বোধহয় বেশ ক্ষুধার্ত! যাই হোক, যা বলতে চাই বিমানের সার্ভিস খাবার-দাবার ফাইভ স্টার। বিমান ভাড়া নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে। এ ব্যাপারে সরকার এবং সরকারের যথাযথ মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি।
পাঠক, আজকের প্রসঙ্গ ভিন্ন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিয়ে সারা বাংলাদেশের আলোচনা-সমালোচনা চলছে। বাংলাদেশ হলিডেতে থাকায় এ ব্যাপারে আমার খুব একটা সুযোগ হয়নি ঘটনার পেছনের ঘটনাকে একটু গুগল করে জানার। যতটুকু জানতে পেরেছি লন্ডনে আসার পরে। তাই এ ব্যাপারে আমার মধ্যে কিছু উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে এবং কিছু প্রশ্নের অবতারণা তৈরি হয়েছে যা আমার একান্ত ব্যাক্তিগত মতামত হিসেবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি।
১ll
একজন প্রভোস্টের পদত্যাগ নিয়ে আন্দোলন কেন, ভিসি পদত্যাগের দিকে ধাবিত হলো?
২ll
উপাচার্য মহোদয় যখন বলেছেন, অভিযুক্ত প্রভোস্ট করেনাক্রান্ত, আমাকে এক সপ্তাহ সময় দাও, তোমাদের সমস্যার সমাধান আমি করবো, তারা কেন সময় দিলো না? কী এমন তাড়া ছিল তাদের?
৩ll
তারা কেন পরিবেশ অশান্ত করে উপাচার্যের সঙ্গে কথা বলার চেষ্টা করে, এক পর্যায় তাঁর সঙ্গে চরম অসদাচরণ করে? হলের একজন প্রভোস্টকে অপসারণের দাবিতে তারা ১৬ তারিখ তাঁকে আই.সি.টি ভবনে প্রায় ২ ঘন্টা তালাবন্ধ করে রাখলো? কেন তাঁর উপর এক সপ্তাহ ভরসা করতে পারলো না?
৪ll
যিনি বিগত চার বছর সফল ভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করেছেন, কার বা কাদের ইন্ধনে তারা এই চার বছরের সুফল ছুঁড়ে ফেলে দিল? নিজেদের ভবিষ্যৎ চিন্তাও করলো না, শাবি-তে এখন সেশনজট নেই, তারা অন্য বিশ্ববিদ্যালয় থেকে সব দিক থেকে এগিয়ে, এটা মুখের কথা না, প্রমাণিত। তারা নিজেদের স্বার্থ কেন দেখলো না? কী তাড়া ছিল তাদের?
৫ll
ছাত্রদের অনশন ভাঙানোর জন্য বিশ্ববিদ্যালয়ের ৫২৫ জন শিক্ষকের মধ্যে তিন ভাগের দুইভাগ প্রথম সমবেত ভাবে, পরে যার যার অবস্থান থেকে তাদের কাছে গেছে। তদন্ত হবে এই প্রত্যয় তারা নানা ভাবে ব্যক্ত করেছে একজনের কথাও তারা শুনলো না। অদ্য জাফর ইকবাল স্যার এসে তাদের অনশন ভাঙালো, তার অর্থ কি এই না যে, এই ৫২৫ জনের শিক্ষকের মধ্যে একজনের উপর তারা আস্থা রাখতে পারে নি? তাঁরা কি কেউ এদের ভালোবাসে না? ওরা কি ছাত্রদের ক্লাস রুমে পাঠদান করান নি?
৬ll
মাননীয় শিক্ষামন্ত্রী যখন তাদের বললেন, তিনি তাদের মাতৃতুল্য, তিনি বিষয়টি দেখবেন। তাদের বললেন, দেখা করতে যাবার জন্য, তারা রাজী হলেন, তারপর ১ ঘন্টা পরে না করে দিলেন। তাঁর অনুরোধ উপেক্ষা করার মত চরম ধৃষ্টতা দেখালেন, কেন?
৭ll
অনশন ভাঙানোর জন্য সিলেটর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বার বার তাদের কাছে ছুটে গেলেন , আলোচনায় বসার জন্য অনুরোধ করলেন, তারা কর্ণপাত করলো না, কেন?
৮ll
উপাচার্য মহোদয় বার বার বলেছেন তিনি নিরাপত্তার জন্য পুলিশ ডেকেছেন, কারণ তাঁকে, কোষাধ্যক্ষ মহোদয়সহ প্রশাসনের অনেককেই তারা তালাবদ্ধ করেছিল,এখানে অনেক বয়োজ্যেষ্ঠ, হার্ট, ডায়াবেটিকস এর রোগীও ছিলেন, তাদের মুক্ত করা সেই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, তাই মূলত পুলিশ ডাকা। তিনি তদন্ত করার কথা বলছেন বার বার, তারা কেন মেনে নিচ্ছে না?
৯ll
তারা উপাচার্য পদত্যাগের ব্যাপারে হ্যা আর না এ অটল। এই পৃথিবীর কোন আন্দোলন কী হ্যা এবং না দিয়ে শেষ হয়েছে? এটা কী স্বৈরাচার মানসিকতা না? তিনি যদি সৎ না হতেন,তাঁর প্রশাসন যদি ভালো না চালাতো তাহলে হা বা না এর প্রশ্ন আনা যেতো, কিন্ত তিনি ভালো চালিয়েছেন, তবুও তাড়া এতো adamant কেন? তাদের উদ্দেশ্য কী ভিসি তাড়ানো না তদন্ত সাপেক্ষ সুষ্ঠু বিচার?
১০ll
তারা আন্দোলনের অংশ হিসাবে ভিসির আগাম চল্লিশা উপলক্ষে বড় বড় ডেকচিতে রান্না করছে, এই অর্থ তারা কোথায় পেল?
১১ll
এক্স সাস্টিয়ানরা ২৮ টা বিভাগের কোন না কোন বিভাগের ছাত্র, তারা নিজ বিভাগের শিক্ষকদের সঙ্গে, শিক্ষক সমিতি, এমন কী ডিনদের সঙ্গে আলোচনায় বসতে পারতেন? সুষ্ঠভাবে বিষয়টা সমাধানের দিকে নিয়ে যেতে পারতেন, তা না করে সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করলেন? কী এমন তাড়া ছিল তাদেরও? ৫২৫ শিক্ষকের মধ্যে কী ভরসা করার মত, আলোচনার যোগ্য একজন শিক্ষকও তারা পান নি?
১২ll
আন্দোলনের নামে ভিসির বাড়ির বিদ্যুৎ, গ্যাস,নেট লাইন কেটে দেয়া, খাদ্য, ঔষধ সরবরাহ করতে না দেয়া, এই বর্বরতা কেন?
১৩ll
চারটা বছর শান্তিপূর্ণ ভাবে বিশ্ববিদ্যালয় চালানোর পরও তাদের এই আচরণ কেন? তারা ছোট্ট একটা বিষয় নিয়ে এতো অসহিষ্ণু হয়ে উঠলো কেন?
১৪ll
আইডি কার্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার কথা বলার পর আন্দোলনকারী ছাত্র এত কমে গেল কেন? তারা কোথায়? তবে কী আন্দোলনকারীদের চেয়ে বহিরাগতই বেশি ছিল?
১৫ll
বিশ্ববিদ্যালয়ের ৫২৫ জন শিক্ষক তাদের অনশন ভাঙাতে পারলেন না অথচ একজন জাফর ইকবাল স্যার পারলেন? এই ৫২৫ জনের মধ্যে একজনও কি তাদের শিক্ষক ছিল না?
১৬ll
একটা মহল তাঁকে গার্মেন্টস ব্যবসায়ী বলে কটাক্ষ করছে, একজন শিক্ষক, একজন উপাচার্য এর পরিবার যদি ব্যক্তিগত ভাবে কোন ব্যবসায় জড়িত থেকে, সততার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করতে পারেন, তবে একে ইতিবাচক ভাবে না দেখে, নেতিবাচক হিসাবে কেন দেখা হচ্ছে?
১৭।।
৩২০ একরের বিশ্ববিদ্যালয়কে তিনি পৌরসভার অন্তর্ভুক্ত করলেন। চারপাশে দেয়াল দিয়ে নিরাপওা জোরদার করলেন। বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পিসিআর টেস্টের জন্য ল্যাব তৈরি করলেন, যার মাধ্যমে বৃহত্তর সিলেটবাসী সেবা পেলেন। এখনো পাচ্ছেন করোনাকালীন সময়ে ছাত্রদের অনলাইন ক্লাস পরীক্ষা চালু রাখলেন। দুঃস্থ ছাত্রদের আর্থিক সহায়তা দিলেন। এখনও তা জারি রেখেছেন। ইত্যাদি অজস্র ইতিবাচক কাজ এখনও তিনি নীরবে করে যাচ্ছেন। এই বিষয়গুলো ছাত্ররা একটিবারের জন্য বিবেচনায় এনে আলোচনায় বসার মত উদারতা কেন দেখাতে পারলো না?
১৮।।
আমি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের অধিবাসী। এদেশেও তো নানা ধরণের প্রতিবাদ হয়। ছাত্ররাও করে। তবে এতো কদর্য ভাষা এরা ব্যবহার করে না। প্রতিবাদের ভাষা এতো অশালীন কেন হবে?
পরিশেষে আবারও যা বলে উদ্বেগ-উৎকণ্ঠার যবনিকা করতে চাই, এ বিদ্যাপীঠ আমাদের। বিশ্ববিদ্যালয়ের ভেতরের-বাইরের রাজনীতির মারপ্যাঁচকে পিছনে ফেলে এর স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দেখাশোনার দায়িত্ব আমাদের। মাননীয় শিক্ষা মন্ত্রীর কাছে বিনীত অনুরোধ রইলো, তিনি সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই আন্দোলনের নেপথ্যের ইন্ধনকারী এবং পুরো ঘটনার সঠিক চিত্র সবার সামনে স্পষ্ট করে তুলে ধরবেন। এবং এর আশু সমাধান করবেন।।
নজরুল ইসলাম
ফ্রীলান্স জার্নালিস্ট
ওয়ার্কিং ফর নেশনাল হেলথ সার্ভিস
যুক্তরাজ্যে, লন্ডন
মন্তব্য করুন