খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে:
পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ১৩ ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এঘটনা শনিবার ও শুক্রবার (৫ নভেম্বর ) পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নং ১ ৫ নং ভজনপুর বাংলাবান্ধা ইউনিয়নের
ও সিপাইপাড়া বাজারের স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
এব্যাপারে ইউএনও সোহাগ চন্দ্র সাহা বলেন, লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে বিকেলে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১৩ জন ব্যক্তিকে বিভিন্ন অংকে মোট ৬ হাজার ৩’শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময় তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো, আবু ছায়েম মিয়াসহ সঙ্গীয় ফোর্স সরকারী কর্মচারীসহ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন