হবিগঞ্জে ২৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৬, ১০:৫১ অপরাহ্ন /
হবিগঞ্জে ২৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ  প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।রবিবার (৪ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে সন্দেহজনক একটি বালুভর্তি ট্রাক তল্লাশি করে বালুর নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, জব্দকৃত পণ্য আইনানুগভাবে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং চোরাচালান চক্র শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।।