কুলাউড়ায় হাছনা-মমতাজ ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৫, ৯:৩২ অপরাহ্ন /
কুলাউড়ায় হাছনা-মমতাজ ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় হাছনা মমতাজ ফাউন্ডেশনের ২০ বছর পূর্তি উপলক্ষে আহমদাবাদ জামেয়া মোহাম্মাদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়। গত মঙ্গলবার (১১ নভেম্বর) বাদ যোহর স্থানীয় একটি রেস্টুরেন্টে হাছনা মমতাজ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান এএফ এম ফৌজি চৌধুরীর সভাপত্বিতে এবং সংগঠক শহিদুল ইসলাম তনয়ের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহমদাবাদ জামিয়া মোহাম্মদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক মাওলানা কাউসার আহমেদ, শিক্ষক নাঈম আহমেদ, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের এপেক্সিয়ান জুবায়ের আহমদ সোহেল, মৌলভীবাজার ক্লাবের অতীত সভাপতি এপেক্সিয়ান শাহিন আহমেদ, সাব্বির আহমেদ, তাসনিমুল হাসান চৌধুরী, মামুন আহমেদ, মোঃ টিপু ও জাফর আহমেদ প্রমুখ। এছাড়া মাদ্রাসার অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংগঠনের চেয়ারম্যান এএফ এম ফৌজি চৌধুরী বলেন, হাছনা মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে এলাকায় সমাজের সেবামূলক কাজ করার পাশাপাশি সচেতনতামূলক কাজ, দরিদ্র শিক্ষার্থীসহ অসহায়দের আর্থিক সহায়তা, শীতবস্ত্র বিতরণ, সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, ঈদ উপহার প্রদান, ঈদ সামগ্রী বিতরণ, দুর্যোগ কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করে তোলার কার্যক্রম করে যাচ্ছে।

সংগঠক শহিদুল ইসলাম তনয় তার প্রতিক্রিয়ায় বলেন, হাছনা মমতাজ ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে যা সত্যিই প্রশংসা পাওয়ার দাবিদার।