সিলেট প্রতিনিধিঃ
ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ)-এর উদ্যোগে ৫০তম আন্তর্জাতিক পত্রলিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ নভেম্বর বিকাল ৪টায় সিলেট প্রধান ডাকঘরের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান এমপি।
সিলেট পোস্টাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মুহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউপিইউ’র ৫০তম আন্তর্জাতিক পত্রলিখন প্রতিযোগিতার ১ম পুরস্কার বিজয়ী সিলেটের নুবায়শা ইসলামের হাতে স্বর্ণপদক, সনদপত্র, অভিনন্দনপত্র ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।
১৯২টি দেশের লক্ষাধিক প্রতিযোগীর মধ্যে ১ম পুরস্কার (স্বর্ণপদক) লাভ করেন নুবায়শা। পত্র লেখার বিষয় ছিল কোভিড-১৯। নুবায়শা তার অনাগত বোনকে উদ্দেশ্যে করে লেখা চিঠিতে করোনাকালে মৃত্যুভয়, স্বজন হারানোর ভয়ের কথা উল্লেখ করেও প্রচন্ড আশাবাদ ব্যক্ত করে একটি ভালো সময়ের জন্য প্রত্যাশা করেছে। অনুষ্ঠানে স্বর্ণপদক বিজয়ী নুবায়শা ইসলামের রেকর্ডকৃত ভিডিও প্রদর্শনী করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সিরাজ উদ্দিন, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডাঃ মোর্শেদ আহমদ চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারি মাওলানা খালেদ মুহাম্মদ, গিতা পাঠ করেন সিলেট ডিপিএমজি কার্যালয়ের স্টেনো চুমকী রাণী তালুকদার।
প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান এমপি তাঁর বক্তব্যে বলেন, সারা বিশ্বের মধ্যে ৫০তম আন্তর্জাতিক পত্রলিখন প্রতিযোগিতায় ১৯২টি দেশের লক্ষাধিক প্রতিযোগীকে পিছনে ফেলে আমাদের সিলেটের মেয়ে নুবায়শা ইসলাম স্বর্ণপদক বিজয়ী হয়েছেন। যা আমাদের সিলেট তথা সারা বাংলাদেশের গর্ব। তিনি নুবায়শার প্রতিভার ভূয়সী প্রংশসা করেন এবং তার মাতা-পিতাসহ শিক্ষক-শিক্ষিকাগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়াও অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ নুবায়শা ইসলামকে ‘স্বর্ণকিশোরী’ হিসেবে অ্যাখ্যায়িত করে তার ভূয়সী প্রশংসা করেন। অতিথিবৃন্দ নুবায়শা ইসলামের এই অর্জনকে জাতির জন্য একটি মাইল ফলক হিসেবে উল্লেখ করে নুবায়শার এই প্রাপ্তিকে দেশের জন্য একটি গৌরবময় অধ্যায় হিসেবে আখ্যায়িত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যারা, তারা হলেন- সিলেট কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সামচ্ছুদ্দিন সালেহ আহমদ চৌধুরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ, সিলেট বিভাগীয় সহকারী পোস্ট মাস্টার জেনারেল সুজিত চক্রবর্তী, ট্রেজারি পোস্ট মাস্টার মুজিবুর রহমান, এজিএম তুহীদুর রহমান ও এপিএমজি তন্ময় দে চৌধুরী প্রমুখ।
মন্তব্য করুন