সিলেট প্রতিনিধিঃ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা ধর্মঘটের এই সুযোগে সিলেটে বেপরোয়া হয়ে উঠেছে সিএনজি অটোরিকশা, রিকশা। যাত্রীদের কাছে দ্বিগুণ-তিনগুণ বেশি ভাড়া দাবী ও আদায় করছে তারা ।
শুক্রবার ৫ নভেম্বর সকাল ৯টা থেকে এই অবস্থা শুরু হয়েছে। হঠাৎ গণপরিবহণ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বাস না পেয়ে ৩ থেকে ৪ গুণ বেশি ভাড়া দিয়ে চড়তে হচ্ছে সিএনজিচালিত অটোরিকশায়। বন্দরবাজার থেকে টুকেরবাজার পর্যন্ত ভাড়া ছিলো ১৫টাকা। সম্প্রতি ট্রাফিক বিভাগ সিএনজি অটোরিকশায় ৩ জনের বেশি যাত্রী না উঠানোর নির্দেশ দেয়ায় ১৫টাকার ভাড়াকে ৩৫ টাকা করা হয়েছে। একই অবস্থা অন্যান্য রোডে। সিএনজি’র মূল্য অনুসারে এই ভাড়ার কোন সমন্বয় নেই।
পরিবহন ধর্মঘটের সুযোগে সিএনজি অটোরিকশা চালকরা বন্দরবাজার টু টুকেরবাজার জনপ্রতি ৫০টাকা দাবী করছেন এমন অভিযোগ ভূক্তভোগী নিয়মিত যাত্রীদের।
পকেট কাটা যাওয়ায় যাত্রীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। আবার অনেকে বিরক্ত হয়ে পায়ে হেঁটেই গন্তব্যের দিকে ছুটে চলেছেন। একই অবস্থা রিকসা এবং ব্যটারীচালিত রিকশা ও টমটম চালকদের।
মন্তব্য করুন