মৌলভীবাজারে ৬৭ ভূমিহীন পরিবারের মাঝে সরকারি দলিল হস্তান্তর


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৯:২৭ অপরাহ্ন /
মৌলভীবাজারে ৬৭ ভূমিহীন পরিবারের মাঝে সরকারি দলিল হস্তান্তর

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় কৃষি খাস জমি বন্দোবস্তের ৬৭টি দলিল ও পরচা ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব দলিল ও নামজারী পরচা বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. সাহিনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে জেলার কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ, রাজনগর, শ্রীমঙ্গল ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি), সাংবাদিকবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. ইসরাঈল হোসেন জানান, সরকারের উদ্যোগে ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কৃষি খাস জমি বন্দোবস্তের মাধ্যমে জীবিকা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। এ ধরনের উদ্যোগ দারিদ্র্য বিমোচন, দারিদ্র্যসীমার নিচে বসবাসরত জনগোষ্ঠীর পুনর্বাসন এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত প্রদানের এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

জেলা প্রশাসক আরো জানান, তিনি মৌলভীবাজারে যোগদানের পর প্রকৃত ভূমিহীনদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন। গত প্রায় ১০ মাসে ১০৯ জনের একটি তালিকা তৈরি করা হয়। প্রাথমিকভাবে এই তালিকা থেকে ৬৭ জনকে দলিল ও পরচা বুঝিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও ভূমিহীন পরিবারকে জমির মালিকানা দেওয়া হবে। প্রত্যেক পরিবারকে ৩ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ভূমি বরাদ্দ দেওয়া হয়েছে। তাছাড়া ইতোমধ্যে জেলায় বেশ কিছু সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে।