কুলাউড়ায় সম্মেলনে জিকে গউছ তৃণমূল বাঁচলে বিএনপি বাঁচবে


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৯:১৫ পূর্বাহ্ন /
কুলাউড়ায় সম্মেলনে জিকে গউছ তৃণমূল বাঁচলে বিএনপি বাঁচবে

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ বলেছেন, তৃণমূল বাঁচলে বিএনপি বাঁচবে, বিএনপি বাঁচলে দেশ বাঁচবে। মৌলভীবাজারসহ সারাদেশে কাউন্সিলের মাধ্যমে বিএনপির নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে। কাউন্সিলের মাধ্যমে দল পুনর্গঠনসহ আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপি অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি গতকাল শনিবার দুপুরে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

জিকে গউছ বলেন, বিএনপি জনগণের দল। কাজের দ্বারা এদেশের মানুষের হৃদয় স্থান করে নিয়েছে দলটি। আ.লীগের সমালোচনা করে তিনি বলেন, বিগত সময়ে তারা এদেশে কবর রচনা করতে চেয়েছিল। তারা বিএনপির বিরুদ্ধে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চালিয়েছে। বিএনপি এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আ.লীগের শাসনামলে বিএনপির অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরসহ খুন, গুম করা হয়। তারা (আ.লীগ) ভেবেছিল বিএনপির রাজনীতিকে এদেশ থেকে নিশ্চিহ্ন করে বেগম খালেদা জিয়াকে দল থেকে আলাদা করে ফেলবে। এজন্য মাত্র ২ কোটি টাকার একটি মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়। কিন্তু ঐক্যবদ্ধ বিএনপিতে কেউ ফাঁটল ধরাতে পারেনি।

কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খানের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যসচিব আব্দুর রহিম রিপন ও কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আব্দুল মোহিত চৌধুরী রিপনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন। শোক প্রস্তাব পাঠ করেন ইউকে বহির্বিশ্ব জাতীয়তাবাদী দলের সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি এম নাসের রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট এএনএম আবেদ রাজা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী ও আব্দুল মুকিত। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ভূকশিমইল ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রহিম।