গণদাবিতে রূপ নিচ্ছে ৮ দফা কুলাউড়ার টিলাগাঁও স্টেশনে বিশাল মানববন্ধন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:২৩ অপরাহ্ন /
গণদাবিতে রূপ নিচ্ছে ৮ দফা কুলাউড়ার টিলাগাঁও স্টেশনে বিশাল মানববন্ধন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গুরুত্বপূর্ণ টিলাগাঁও স্টেশন চালুসহ সিলেটবাসীর ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এক বিশাল মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। টিলাগাঁও ইউনিয়নের সর্বস্তরের মানুষের আয়োজনে ও ৮ দফা দাবি বাস্তবায়ন পরিষদ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। প্রচণ্ড রোদ ও গরম উপেক্ষা করে প্রায় দেড় ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক লোক জড়ো হন।

টিলাগাঁও সিরাজাম মুনিরা মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আল আমিনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রিয় নেতা ও ৩ বারের সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান।

সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, যুগ্ম সমন্বয়ক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্বাস আলী, সহসভাপতি গোলাম শাহ এমরান চিশতি, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ছয়ফুল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমাছ পারভেজ তালুকদার, উপজেলা আল ইসলাহর যুগ্ম সম্পাদক মাওলানা এম এ শহীদ, ৫নং ওয়ার্ডের সদস্য আব্দুল আজিজ বেগ, ৬নং ওয়ার্ডের সদস্য কয়ছর রশীদ, সাবেক ইউপি সদস্য দেওয়ান মো. চান্দ আলী, ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি আব্দুল ওদুদ চৌধুরী, টিলাগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান জাহাঙ্গীর, ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি সৈয়দ এমরান আলী, ইউনিয়ন বিএনপির সদস্য মো. আতিকুর রহমান, আব্দুল মুক্তাদির চৌধুরী, আনিছুর রহমান লকুছ, ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলী, সমাজসেবক মাওলানা হারুন অর রশীদ, আতাউর রহমান মনাফ, সৈয়দ আব্দুল মতিন, লালপুর নয়াবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য আতিকুর রহমান, স্বাগত বক্তব্য দেন টিলাগাঁও ইউনিয়ন আল ইসলাহর প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দুই জোড়া স্পেশাল ট্রেন চালুসহ সিলেটবাসীর ৮ দফা দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। সিলেটবাসীর এই গণদাবী না মানলে ২৫ অক্টোবর থেকে সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধ করা হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে। সড়ক পথ উন্নয়নের নামে অচল করে রাখা হয়েছে। রেলপথ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুণ নয়তো কড়া মাশুল গুনতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

উল্লেখ্য, সিলেট নিয়ে রেলওয়ের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ইতোমধ্যে কুলাউড়া, সিলেট, শ্রীমঙ্গল এবং কুলাউড়ার ভাটেরা এবং সর্বশেষ টিলাগাঁও ইউনিয়নে ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।