কুলাউড়ায় পুকুরে ডুবে ১ জনের মৃত্যু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:২০ অপরাহ্ন /
কুলাউড়ায় পুকুরে ডুবে ১ জনের মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

কুলাউড়ার জয়চণ্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুলে পুকুরে গোসল করতে গিয়ে শাকুল মিয়া (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ দূর্ঘটনা ঘটেছে।

পরিবার ও স্থানীয় লোকজন জানান, উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকার বাসিন্দা শাকুল মিয়া বুধবার সকালে প্রতিদিনের ন্যায় পাশ্ববর্তী বাবুল মিয়ার পুকুরে গোসল করতে যান। পুকুরের পাড়ে শাকুলের ব্যবহৃত জুতা-জামা রাখা ছিল। চারিদিকে খোঁজাখুজির পর সকলের সন্দেহ হলে পুকুরে খুঁজতে শুরু করেন স্থানীয় লোকজন। একপর্যায়ে পুকুরের পানির নিচে শাকুলের মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মো. ফেরদৌস মিয়ার নেতৃত্বে একদল ফায়ার কর্মী ঘটনাস্থলে এসে পৌঁছেন। ততক্ষণে স্থানীয় লোকজন শাকুলের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

পূর্ব রংগীরকুল পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল গাফ্ফার চৌধুরী জানান, শাকুল মিয়া সাতার জানতেন না। তিনি প্রায়ই এই পুকুরে গোসল এবং কাপড় ধুতেন।

কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মো. ফেরদৌস মিয়া বলেন, খবর পেয়ে তাঁরা ৫ জনের একটি টিম এসেছিলেন। তারা এসে দেখেন স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন সন্দেহ বা অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।