হবিগঞ্জে স্বজনদের আপত্তির মুখে কবর থেকে লাশ উত্তোলন না করেই ফিরে গেল পিবিআই


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৫, ১১:৫০ অপরাহ্ন /
হবিগঞ্জে স্বজনদের   আপত্তির মুখে কবর থেকে লাশ উত্তোলন না করেই ফিরে গেল পিবিআই
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি 
স্বজন পরিজনদের আপত্তির মুখে কবর থেকে লাশ উত্তোলণ না করেই ফিরে গেলেন পিবিআইর ঢাকা অফিসের একটি টিম।সোমবার (১৪ জুলাই) বিকাল ৫ টার সময় হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামে টিমটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার সাভারে পুলিশের গুলিতে নিহত ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে শামীম মিয়ার (শফিক) (৫৮) লাশ কবর থেকে উত্তোলণ করতে এসেছিলেন।শামীম সাভারে শরবত বিক্রী করতেন।”
২০ জুলাই ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার সাভারে পুলিশের গুলিতে নিহত হন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের শামীম মিয়া(শফিক)”
এ ঘটনায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আশুলিয়া) আদালতে বাদী হয়ে মামলা করেছেন পাবনা জেলার ফরিদপুর থানার সাভার গ্রামের শফিউর রহমানের ছেলে জাকারিয়া হোসেন” সিআর মামলা নং ১২৪৮/২০২৪। মামলায় শেখ হাসিনা,ওবায়দুল কাদের,আসাদুজ্জামান খান কামাল সহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।অজ্ঞাত আসামী করা হয়েছে আড়াইশ থেকে তিনশ জনকে।
এই মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে আজ সোমবার (১৪ জুলাই) লাশ উত্তোলণের জন্য এসেছিলেন ঢাকা জেলা পিবিআই এর একটি টিম।”
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম ও ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম।” কিন্তু নিহত শামীমের স্বজনেরা লাশ উত্তোলণ করতে আপত্তি জানান।তাদের দাবি কোথাকার কোন জাকারিয়ার মামলায় শামীমের লাশ উত্তোলণের বিষয়টি তাদের কাছে গ্রহণযোগ্য নয়।শামীমের ভাই জহুরুল দাবি করেছেন, শামীম হত্যাকান্ডে তারা ট্রাইবুনালে মামলা করেছেন আগেই।এক্ষেত্রে ট্রাইবুনালের মাধ্যমেই যা হওয়ার হবে।”
পিবিআই ইন্সপেক্টর গোবিন্দ লাল দে জানান, ‘শামীমের স্বজনদের আপত্তির বিষয়টি আমরা আদালতকে অবহিত করব।”
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম জানান,’আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলণ করতে গেলেও নিহতের পরিবারের লোকজনের লিখিত আপত্তির কারনে আমরা লাশ উত্তোলণ না করেই চলে আসি।”