হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের অন্তর্গত কান্দিগাঁও গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে বাড়িতে তাঁর ছেলে আব্দুল হন্নান মিয়ার দায়িত্বে থাকা ইসলামী ফাউন্ডেশনের শাল্লা ইউনিয়ন সাধারণ রিসোর্স সেন্টার ঘড়টি ছাই হয়ে যাওয়ার সংবাদ পাওয়া যায়।
গ্রামের স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানায় শনিবার (৫ এপ্রিল ) সকাল অনুমান ৭ টার দিকে ইসলামীক ফাউন্ডেশনের সাধারণ রিসোর্স সেন্টারের ঘর থেকে গ্যাস সিলিন্ডার ছিদ্র হয়ে এই আগুনের সূত্রপাত ঘটেছে।
আব্দুল হান্নান মিয়ার পিতা আব্দুল মন্নান মিয়া জানান কাজের লোকেরা আমার ছেলে আব্দুল হান্নান এর ইসলামী ফাউন্ডেশন সাধারণ রিসোর্স সেন্টার ঘড়ে গ্যাস সিলিন্ডার টা রেখে ছিল, পড়ে কাজের মহিলা রান্না করার জন্য গ্যাসলাইট দিয়ে আগুন দিতে গেলেই হাম করে আগুন ছড়িয়ে পড়ে ঘরের বেড়ায়।
এরপর মূহুর্তের মধ্যে আগুন ধরে চর্তুর দিকে ছড়িয়ে যায়।মহিলা চিৎকার দিলে আশপাশের লোকজন দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পড়ে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের সম্মেলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আব্দুল হান্নান মিয়া ও স্থানীয় সূত্রে আরো জানা যায় ঐ ঘরে রাখা চাউলের ড্রাম, নগদ টাকা সহ বিভিন্ন আসবাব পত্র, ২ টি আলমারি মধ্যে থাকা সাধারণ রিসোর্স সেন্টারের মুল্যবান কাগজ পত্র ও বই পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি গ্রস্ত হয়েছে ।
আপনার মতামত লিখুন :