হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে নবীগঞ্জ-কাজিগঞ্জ বাজার আঞ্চলিক সড়কের গন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু মরিয়ম বেগম (৪) বানিয়াচং উপজেলার সানঘর গ্রামের তাজুল ইসলামের কন্যা।
জানা যায়, নবীগঞ্জ পৌরসভার গন্ধা গ্রামে ভাড়া বাসায় বসবাসরত মরিয়ম বেগম খেলাধুলা করার সময় অসাবধানতাবশত নবীগঞ্জ থেকে গুমগুমিয়া গামী একটি সিএনজিচালিত অটোরিকশার (হবিগঞ্জ-থ ১১-৫৮৪৫) নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মৃত্যুবরণ করে।দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়া জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :