হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ
আল্লাহ ও রাসূলের বিধান কে মেনে চলার আহ্বান করে, দ্বীন দুনিয়ার কল্যাণ কামনায় দ্বীন ইসলামের গৌরব উজ্জ্বল অতিত ঐতিহ্যের উপর আলোকপাত করে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আল ফালাহ ইসলামী যুব সংঘ SIM ফাউন্ডেশন এর উদ্যোগে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত নবীন আলেম হাফেজ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ৩রা এপ্রিল বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিশ্বের অন্যতম ইসলামী বিদ্যাপীঠ দারুলউলুম দেওবন্দের সিনিয়র মোহাদ্দিছ ও আদব বিভাগীয় প্রধান শায়খুল হাদিস আল্লামা, আফজাল হোসাইন বাসতাওয়ী (ভারত)।
বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দরগাহপুর মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব। জামেয়া ইসলামিয়া দারুল উলুম অলৈতলী ও কাতিয়া মাদ্রাসার মহা পরিচালক আলহাজ্ব মাওলানা ইমদাদুল্লাহ সাহেবের সভাপতিত্বে ও শাল্লা সহদেব পাশা গ্রামের সন্তান-উক্ত সংগঠনের সদস্য মাওলানা মুফতি মোবাশ্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত নবীন আলেম ও হাফেজ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুহাদ্দিস জমিয়াতুস সুন্নাহ ঢাকার মুফতি নুরুউদ্দিন কাসেমী, কৌড়িয়া মাদ্রাসা সিলেট এর মুহাদ্দিস মাওলানা হেলাল আসহাব, মাওলানা মুফতি শরফুদ্দিন কাসেমী,দারুল উলুম দারুল হাদিস হরিপুর সিলেট এর মুহাদ্দিস মাওলানা মুফতি হেলাল মাহমুদ কাসেমী। উক্ত মাহফিলে এলাকার ধর্ম প্রান মুসলিম তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :