পঞ্চগড় জেলা পুলিশের প্যারেড অনুষ্ঠিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন /
পঞ্চগড় জেলা পুলিশের প্যারেড অনুষ্ঠিত

মোঃ খাদেমুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড় জেলা পুলিশ কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ এপ্রিল) সকাল ০৯ টায় পঞ্চগড়ের জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স এর সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। সভায় কিট প্যারেডে অভিবাদন গ্রহণ ও উপস্থিত সকালের কিট সামগ্রী পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল সদস্যকে উত্তম পোষাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবনযাপন ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এছাড়াও যে সকল পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে তাদেরকে সংশ্লিষ্ট অফিস থেকে সংগ্রহ করার নির্দেশ প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় আরআই, পুলিশ লাইন্স, মিজানুর রহমান চৌধুরী ও আরও-১ রিজার্ভ অফিস, পঞ্চগড় সহ অন্যান্য অফিসার ফোর্সবৃন্দ।