বেনাপোলে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২১, ১:৩১ পূর্বাহ্ন /
বেনাপোলে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার।

আব্দুল জলিল, যশোরঃ

সীমান্তবর্তী যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বিভিন্ন গ্রাম অস্ত্র বেচাকেনা ও পাচারের টানজিট হিসাবে ব্যবহৃত হয়।আর তাই জেলা পুলিশের বিভিন্ন টীম ও র‍্যাব কর্তৃক বিভিন্ন সময় বিশেষ অভিযান পরিচালিত হয়ে থাকে।

তারই ধারাবাহিকতায় আজ ৩ নভেম্বর -২০২১ রোজ বুধবার র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামে অস্ত্র কেনাবেচা হচ্ছে এবং সেই মোতাবেক বিশেষ অভিযান পরিচালনা করে ১ টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিনসহ ১. সুরুজ মিয়া(২৫), পিতা- গোলাম আলী, গ্রাম- গয়ড়া,থানা- বেনাপোল পোর্ট,জেলা- যশোরকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেন।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার জানান, আগামীকাল বৃহস্পতিবার আটককৃত আসামীকে আদালতে পাঠানো হবে।