সিলেট প্রতিনিধিঃ
সিলেট নগরীর শেখঘাট এলাকায় সরকারি ধান কালোবাজারী প্রক্রিয়ায় মেসার্স রঙ্গেশ চন্দ্র দেব এন্ড সন্স অটো রাইস মিল নামে একটি প্রতিষ্ঠানে মজুদ রাখার দায়ে দু’জনকে আটক করেছে র্যাব-৯।
আটক দু’জন হলেন- ফেঞ্চুগঞ্জের বাদে দেওলী গ্রামের মৃত সুশিল রঞ্জন দেবের ছেলে সন্তোষ দেব (৩৯) ও নগরীর করের পাড়া এলাকার মৃত রঙ্গেশ চন্দ্র দেবের ছেলে গোবিন্দ চন্দ্র দেব (৫২)।
সোমবার ০১ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে র্যাব-৯ সদর কোম্পানির (সিলেট ক্যাম্প)এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় মেসার্স রঙ্গেশ চন্দ্র দেব এন্ড সন্স অটো রাইস মিল থেকে ৫৩২ মন সরকারি চাল জব্দ করা হয়।
র্যাব-৯ জানায়- আটক দুজন কালোবাজারের উদ্দেশ্যে জব্দকৃত সরকারি ধান মজুদ রেখেছিল বলে প্রাথমিকভাবে তথ্য প্রদান করে এবং দীর্ঘদিন যাবৎ তারা কালোবাজারীর সাথে সম্পৃক্ত বলেও স্বীকার করেছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত সরকারি ধান সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
মন্তব্য করুন