সিলেট প্রতিনিধিঃ
সিলেটের দক্ষিণ সুরমার আলমপুর পুলিশ ফাঁড়ীর সামনে লিডিং ইউনিভার্সিটির বাস ও সিএনজির সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার ২ নভেম্বর দুপুর দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা সিলেট-থ-১১-৭১৫০ নম্বরের অটোরিক্সা গাড়ী আলমপুর পুলিশ ফাঁড়ীর সামনে আসামাত্র বিপরীত দিক হতে আসা লিডিং ইউনিভার্সিটির (ঢাকা মেট্রো-জ-১১-৩২১৮) বাসটি গ্যারেজে ঢুকানোর সময় সিএনজির সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিক্সার চালকসহ সামনের সীটের ২ যাত্রী গুরুতর আহত হন। ফাঁড়ীতে পুলিশ না থাকায় সাথে সাথে আলমপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
মন্তব্য করুন