সিলেট প্রতিনিধিঃ
সিলেটের দক্ষিণ সুরমার আলমপুর পুলিশ ফাঁড়ীর সামনে লিডিং ইউনিভার্সিটির বাস ও সিএনজির সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার ২ নভেম্বর দুপুর দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা সিলেট-থ-১১-৭১৫০ নম্বরের অটোরিক্সা গাড়ী আলমপুর পুলিশ ফাঁড়ীর সামনে আসামাত্র বিপরীত দিক হতে আসা লিডিং ইউনিভার্সিটির (ঢাকা মেট্রো-জ-১১-৩২১৮) বাসটি গ্যারেজে ঢুকানোর সময় সিএনজির সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিক্সার চালকসহ সামনের সীটের ২ যাত্রী গুরুতর আহত হন। ফাঁড়ীতে পুলিশ না থাকায় সাথে সাথে আলমপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আপনার মতামত লিখুন :