কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
দেওন্ডী টি কোম্পানি কর্তৃক পরিচালিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানের কর্মচারীদের নায্য বকেয়া পাওনাদি আদায়ের দাবীতে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার সকাল ১০টায় বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের উদ্যোগে ও মিরতিংগা চা বাগান ইউনিট সদস্যদের উপস্থিতিতে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সহসভাপতি শেখ কাওসার মিয়া, কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাস, মিরতিংগা ইউনিট প্রতিনিধি সিদ্ধার্থ ভট্টাচার্য তরুন, সিনিয়র স্টাফ কানন বিহারী ভট্টাচার্য, আঞ্চলিক সম্পাদক কামাল হোসেনসহ কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ ও মিরতিংগা চা বাগান ইউনিট এর সকল সদস্যবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম সংগঠনের নেতৃবৃন্দদের আশ্বস্ত করেন।
মন্তব্য করুন