সুনামগঞ্জ প্রতিনিধি।।
রুয়েদ মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামী সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রদীপ রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজনরা।
শনিবার দুপুরে স্বজন ও এলাকাবাসীর ব্যানারে শহরের আদালত প্রাঙ্গনে এ মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন নিহতের মা আজেদা বেগম,ভাবী রাজমণি বেগম,বড়বোন সাজনা বেগম,মামলার বাদি নিহতের বড়ভাই সোহেদ মিয়া,বড়ভাই সাকিক মিয়া ও নিহতের ছেলে মইনুল,ফাহিম ও লাবীব প্রমুখ। বক্তারা বলেন আজ শনিবার ভোররাতে সিলেট মদিনা মার্কেট এলাকা থেকে রুয়েদ মিয়া হত্যা মামলার প্রধান আসামী প্রদীপ রায় গ্রেপ্তার করে র্যাব-৯ সিলেট অঞ্চলের সদস্যরা। তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল কোর্ট চত্বরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেন।
উল্লেখ্য গত ১৮ অক্টোবর সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের উদির হাওর জলমহাল নিয়ে প্রদীপ রায়ের গ্রুপের শাহ আলমের লোকজন বিলের পাশে রুয়েদ মিয়া তার নিজস্ব জমিতে বাঁধ দিতে চাইলে শাহ আলমের লোকজন প্রথমে বাধাঁ প্রদান করেন এবং পরে শাহ আলমের লোকজনের হামলায় রুয়েদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। নিহত ব্যক্তি জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের মৃত আব্দুর শহীদের ছেলে।
এ ঘটনায় নিহতের বড়ভাই সোহেদ মিয়া বাদি হয়ে গত ২২অক্টোবর দিরাই আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রদীপ রায়কে প্রধান করে ৭৩ জনের নাম উল্লেখ করে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনায় প্রদীপ রায়সহ ২ জন এবং মামলায় কোর্টে হাজিরা দিতে এসে আরো ৩২ জনের জামিন না মুঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এ নিয়ে মোট ৩৪ জন আসামী কারাগারে রয়েছেন।
মন্তব্য করুন