উচ্চতর ডিগ্রি অর্জন সহজ করে দিয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়:


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২১, ১২:০৫ পূর্বাহ্ন / ০ Views
উচ্চতর ডিগ্রি অর্জন সহজ করে দিয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়:

সিলেট প্রতিনিধিঃ

সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এমএড প্রোগ্রাম ২০২০-২১ (২০২০) ব্যাচের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের পরিচিতি সভা গতকাল ২৯ অক্টোবর শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সিলেট বিভাগের প্রায় আড়াইশ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনের সাবেক ডীন ড. সুনিল কান্তি দে বলেন, শিক্ষাবঞ্চিত নানা শ্রেণি-পেশার মানুষের উচ্চতর ডিগ্রি অর্জন সহজতর করে দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় থেকে কর্মক্ষেত্রে থেকেও খুব সহজে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করেছেন লাখ লাখ শিক্ষার্থী। অর্জন করেছেন অভূতপূর্ব সাফল্য। সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজ স্টাডি সেন্টারের অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে এমএড প্রোগ্রামের শিক্ষার্থীরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও এমএড প্রোগ্রামের সমন্বয়কারী চৌধুরী মামুন আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদ’র সম্পাদক ড. মো. দিদার চৌধুরী, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী অধ্যাপক মোহাম্মদ খসরু মাহমুদ ও বাউবি সিলেট আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক বুরহান উদ্দিন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক মনিরুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চৌধুরী মামুন আকবর বলেন- দক্ষতা ও মর্যাদা উন্নয়নে এমএড প্রোগ্রাম নি:সন্দেহে একটি ভালো উদ্যোগ। এমএড প্রোগ্রামের অধিকাংশ শিক্ষার্থীই শিক্ষকতার মতো মহান পেশায় জড়িত। আদর্শ শিক্ষক হতে হলে সততা ও নৈতিকতার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মো. ফরিদুল হক, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, সহকারী অধ্যাপক নিরঞ্জন চন্দ্র ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে এমএড প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।