তেঁতুলিয়া বাংলাবান্ধা মহাসড়ক থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২১, ১:২৯ অপরাহ্ন /
তেঁতুলিয়া বাংলাবান্ধা  মহাসড়ক থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।

সোমবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার সদর ৩নং ইউনিয়নের ভাদুর বাড়ি এলাকায় জাতীয় মহাসড়ক থেকে দেহটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মৃতদেহের পরিচয় পাওয়া যায় নি। তবে তার মাথা ও গালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মৃতদেহটির ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণে প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

প্রত্যক্ষদর্শী তেতুলিয়া ইউপির গ্রাম পুলিশ মো,ফজলুল জানান,তার পড়নে লুঙ্গি ছিল, গায়ে গেন্জি । তার  ধারনা কোন সাধারন মানুষ হবেন তিনি।