তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে পূজামণ্ডপের ডেকোরেশন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছ দুইজন। সোমবার বিকেলে নগরীর কালিবাড়ি লোকনাথ মন্দিরের গেইটে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম জেলার তারাকান্দা উপজেলার ডাকুয়া ইউনিয়নের কুশিয়াকান্দা গ্রামের মো. আসাদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, বিকেলে শহিদুল ইসলাম তার সহকর্মীকে নিয়ে মণ্ডপের গেইটের কাপড় খুলছিলেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের ছেড়া তার শহিদুলের শরীরে লেগে যায়। শহিদুলকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে সহকর্মী তাকে বাঁচাতে যান। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফনের জন্য পরিবারকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন