মাহাদি হাসান, স্টাফ রিপোর্টার।।
মৌলভীবাজারের কমলগঞ্জে দু’দিনের বৃষ্টিপাতের ফলে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। রোপনের সময় ভরা মৌসুমে বৃষ্টিপাত না থাকায় রোপন করতে পারেননি অনেক কৃষক।
সম্প্রতি প্রখর রোদে ভ্যাপসা গরমে আমন ফসলি জমি ফেটে চৌচির হয়ে যায়। কিন্তু গত সোমবার ও মঙ্গলবারের বৃষ্টিপাতে কৃষকের মন আনন্দ জেগে উঠে। তারা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা আশা করছেন।
সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ স্থানে আমন ধানের থোর বের হয়ে সবুজে ভরপুর মাঠ। আবার কোন অংশে ধান সোনালী রং ধারণ করেছে। তবে গত কয়েকদিন থেকে প্রখর রোদের গরমে জমিতে ফাটল দেখা দেওয়ায় ফলন নিয়ে কৃষকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। কিন্তু গত দু’দিনের বৃষ্টিপাতে কৃষকদের মধ্যে স্বস্থি ফিরেছে। কৃষকরা কিছুদিনের মধ্যে ফসল ঘরে তুলতে পারবেন বলে আশা করছেন।
জানা যায়, চলতি মৌসুমে আমনের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৩৭০ হেক্টর। এরমধ্যে চাষাবাদ হয়েছে ১৭ হাজার ২৭০ হেক্টর জমি। আবহাওয়াজনিত কারণে চাষাবাদে কিছুটা বিঘ্ন দেখা দিলেও পরবর্তীতে বৃষ্টিপাতে অনুকূল পরিবেশ হয়েছে বলে আমন চাষীদের বাম্পার ফলনেরও সম্ভাবনা রয়েছে।
পতনউষারের কৃষক ফটিকুল ইসলাম, মসুদ মিয়া, শমশেরনগরের সিদ্দিকুর রহমান বলেন, দু’দিনের বৃষ্টিপাত আমনের জন্য উপকৃত হয়েছে। এখন আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনি খান বলেন, লক্ষ্যমাত্রার কাছাকাছি আমন চাষাবাদ হয়েছে। তাছাড়া গত দু’দিনের বৃষ্টিপাতে বাম্পার ফলনের আশা করা যাচ্ছে।
মন্তব্য করুন